জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় যুব শক্তির নেতারা
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১১:২৭ | আপডেট: ২৪ মে ২০২৫, ১১:৩২

দুই হাজার শহীদের আত্মত্যাগের স্বীকৃতি বহনকারী জুলাই ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করতে সক্রিয় অপশক্তিকে প্রতিহত করতে জাতীয় যুব শক্তি রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
শনিবার (২৪ মে) সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, জুলাই ঘোষনাপত্রের ইস্যুকে বাধাগ্রস্থ করার জন্য অনেক অপশক্তি রাজপথে সক্রিয় আছে। জাতীয় যুবশক্তি জুলাই ঘোষনাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচী ঘোষনা করা ও তা বাস্তবায়নের আগে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।