আলোচিত আওয়ামী লীগ নেত্রী টুসী আটক, ভিডিও ভাইরাল

প্রকাশ | ২৫ মে ২০২৫, ০৯:৩০ | আপডেট: ২৫ মে ২০২৫, ১২:২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসী, ছবি: ভিডিও থেকে নেয়া

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে আলোচিত আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসীকে (৩৮) আটক করেছে পুলিশ। 

শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ফরাজিকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রজনী আক্তার টুসী ফরাজিকান্দা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন গত তিন মাস ধরে। তার বাড়ি রাজধানীর ডেমরা এলাকায়। 

তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী এবং দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, নিজের পরিচয় গোপন রেখে তিনি ওই এলাকায় বসবাস করছিলেন। তবে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাকে নজরদারিতে রাখে। 

শনিবার রাতে তাকে পুলিশ আটক করতে গেলে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, এতে উপস্থিত জনতা ও ছাত্রজনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা স্লোগানে জড়িয়ে পড়েন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে টুসীকে পুলিশি হেফাজতে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, টুসী মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন একটি বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয় ছাত্র ও জনতা বিষয়টি জানতে পেরে বাড়িটি ঘেরাও করে এবং পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।