প্রধান উপদেষ্টার ডাক পেল ৮ দল ও সংগঠন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১০:৪১

যাযাদি ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার (২৫ মে) বৈঠক করবে আটটি রাজনৈতিক দল ও সংগঠন। 

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হবে এ বৈঠক। 

এর মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদও রয়েছে।

শনিবার (২৪ মে) ইসলামী আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা পৌনে ৬টায় যমুনায় বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দলের পক্ষ থেকে অংশ নেবেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা থাকবেন বৈঠকে। 

বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচারে সরকারকে পরামর্শ দেবেন তারা।

এর আগে শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রথম দফায় বৈঠক হয়। আর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।