অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম চবি শিবির নেতা হাবিব
প্রকাশ | ২৬ মে ২০২৫, ০৭:৩৮ | আপডেট: ২৬ মে ২০২৫, ০৯:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক।
রোববার (২৫ মে) প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলাফলে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতিহাস বিভাগে ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে তিনি প্রথম হয়েছেন।
প্রথম বর্ষে তাঁর ফলাফল ৩.৭৯, দ্বিতীয় বর্ষে ৩.৫০, তৃতীয় বর্ষে ৩.৬৯ এবং চতুর্থ বর্ষে ৩.৬৯। তাঁর স্নাতকে সম্মিলিত ফলাফল ৩.৬৮।
জানতে চাইলে সাঈদ বিন হাবিব বলেন, সকল কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়া’লার প্রতি, যিনি তার অফুরন্ত রহমত, দয়া, সাহায্যের মাধ্যমে আমাকে এই সম্মান অর্জনের তৌফিক দিয়েছেন।
আমার পরম শ্রদ্ধেয় আব্বু-আম্মুর নিরন্তর দোয়া, সম্মানিত শিক্ষকদের অমূল্য পরামর্শ, আর প্রিয়জনদের অনুপ্রেরণা, উৎসাহ আমাকে সহায়তা করেছে। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের অর্থায়নে পড়াশোনা করেছি।
বাংলাদেশে পড়াশোনার খরচ হিসেবে নামমাত্র খরচে পড়াশোনা শেষ করেছি। সরকার এই অর্থের যোগান দিয়েছে বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, অসংখ্য দরিদ্র ভাই-বোনদের ট্যাক্সের টাকায়।
সে হিসেবে পড়াশোনার শেষে আমি বাংলাদেশের সকল জনগণের কাছেও দায়বদ্ধ। আল্লাহ তায়া’লা আমাকে দিয়ে যেন এই প্রিয় মাতৃভূমির উপকারে কাজে লাগায় আল্লাহর কাছে সে-ই দোয়া করছি।
পাশাপাশি কর্মজীবনে আমি যেন একজন সৎ, দুর্নীতিমুক্ত মানুষ হয়ে জীবিকা নির্বাহ করতে পারি এজন্যও আল্লাহর কাছে দোয়া করছি৷
তিনি আরও বলেন, আমার রেজাল্ট অর্জনে অবশ্যই ছাত্রশিবির ভূমিকা পালন করেছে। আমার দায়িত্বশীল ভাইয়েরা সবসময় আমাকে ইন্সপায়ার করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্ব পালন করি বিধায় প্রায়শই একাডেমিক কাজে আমাকে কাজ থেকে ছুটি দিয়েছেন।
ভাইদের দোয়া, উৎসাহ ছিলো। সবমিলিয়েই আল্লাহ কবুল করেছেন।