জমি রেজিস্ট্রি করতে গিয়ে সাবেক ভূমি প্রতিমন্ত্রী আটক
প্রকাশ | ২৭ মে ২০২৫, ১৯:০৯ | আপডেট: ২৭ মে ২০২৫, ১৯:১৪

রেজাউল করিম হীরা (৮৩)বছর বয়স । তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী । তিনি জামালপুর-৫ আসন থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান।
মঙ্গলবার (২৭ মে) শেরপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিসে গোপনে দলিল করতে এসে স্থানীয় জনতার হাতে ধরা পরে । একপর্যায়ে (৮৩) বছর বয়সের বৃদ্ধ রেজাউল করিম হীরা হুইল চেয়ারে বসা জনগনের বিভিন্ন শ্লোগান শুনে সাবেক এ প্রতিমন্ত্রী অপলক এদিক সেদিক তাকাতে থাকে । পরে পুলিশ এসে পরিবেশ শান্ত করে তাকে নিয়ে যায় ।