বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৭:০৭ | আপডেট: ০১ জুলাই ২০২৫, ১৭:০৯

বরিশালের বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এবং বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. হারুন অর রশিদ জোমাদ্দারকে আহ্বায়ক ও মো. কামরুজ্জামান মিজান মিয়াকে সদস্যসচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন দলটির জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন পত্রে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সকলের মতামতের ভিত্তিতে ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠন করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী এক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার পূর্নাঙ্গ কমিটি করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন নেতৃবৃন্দ।
কমিটির অন্যান্য সদস্য হলেন- সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সহধর্মিণী সেলিনা হোসেন বাবলী, হারুন অর রশিদ সিকদার, জিয়াউল আহসান জুয়েল সিকদার,
মিজানুর রহমান চুন্নু, নাসির উদ্দিন হাওলাদার, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, সোলায়মান সেরনিয়াবাত, মকবুল হোসেন খান, খলিলুর রহমান সিকদার, রুহুল আমিন জোমাদ্দার,
অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, আব্দুস শুকুর বাচ্চু নেগাবান, অহিদুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন পিকু ও অ্যাডভোকেট জিন্নাহ রথী (অতিরিক্ত পিপি)।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুবদল সভাপতি এনায়েত হোসেন খান বিপু,
ভরপাশা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল ইসলাম সিকদার, পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলাল, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান নয়ন, ০৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আ. ছালাম হাওলাদার প্রমুখ।