দোহারে ভোরে হাঁটতে বের হয়ে বিএনপি নেতা খুন
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ০৮:৫৮ | আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:১৪

ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীরা গুলি করে হারুনুর রশিদ (৬৫) নামের এক বিএনপি নেতাকে হত্যা করেছে। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তাঁর বাড়ি বাহ্রা গ্রামে।
এ সম্পর্কে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন বলেন, সকাল ৬টার দিকে তাঁরা গুলির শব্দ শুনতে পান। এগিয়ে এসে দেখেন, বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক নুসরাত তারিন জানান, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে তাঁর চাচা হাঁটতে বের হন। তখন তিন যুবক তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাঁকে হত্যা করল, তা তাঁরা বুঝতে পারছেন না।