পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে একমত জামায়াত ও গণঅধিকার পরিষদ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১০:২৩ | আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:৩৫

যাযাদি ডেস্ক
রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সভায় অংশ নেন জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মধ্যে রাজনৈতিক সমঝোতা এবং সম্ভাব্য নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় রাজনীতি, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে সাংবাদিকদের সামনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট, ভোটাধিকারের প্রশ্ন ও নির্বাচনী পদ্ধতির সংস্কারসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করা সম্ভব হবে।”

তিনি বলেন, পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে উভয় দল একমত। এই পদ্ধতির মাধ্যমে দেশের সকল দল ও জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করা যাবে বলে জানান তিনি। 

পাশাপাশি তিনি স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্পন্ন করার দাবিও তোলেন।

ডা. তাহের বলেন, “যদি এসব দাবির প্রতি সরকার মনোযোগ না দেয়, তবে সম্মিলিতভাবে রাজনৈতিক চাপ তৈরি করে তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।”

নির্বাচনী জোট গঠনের আভাস : সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত ও গণঅধিকার পরিষদ ইসলামী দল ও অন্যান্য ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনী জোট গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর তার বক্তব্যে 'জুলাই সনদ' ও 'জুলাই ঘোষণাপত্র' বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, “এই ঘোষণার মধ্য দিয়েই আমরা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখছি।”

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অংশ নেন সভাপতি নূরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে একটি নতুন শক্তি সমীকরণের সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামনের নির্বাচনকে ঘিরে বিরোধী পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য গঠনের এ ধরনের আলোচনা দেশে গণতান্ত্রিক চর্চার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।