‘পানি লাগবে পানি’ এই কথাতেই একটি মহাকাব্য রচনা হতে পারে: রুহুল কবির রিজভী

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১০:২১

যাযাদি ডেস্ক
আলোচনা সভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তরুণ বাচ্চাদের যে আওয়াজ পেয়েছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করার তাদের যে আঁকুতি, প্রাণকে উৎসর্গ করা মহিমান্বিত রূপ আমরা দেখেছি, তা আজও আমাদের ঐক্যবদ্ধ করে। মুগ্ধের একটি কথা, ‘পানি লাগবে পানি’ এই কথাতেই একটি মহাকাব্য রচনা হতে পারে। সুতরাং আর যেন কোনো মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম ঝরে না যায়। এজন্য জাতীয়ভাবে কোথাও না কোথাও একটা পারস্পরিক সহযোগিতার জায়গা থাকতে হবে।’

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী বলেন, ‘আমাদের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। তা নাহলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না। আবার ফ্যাসিবাদের উত্থান হবে। গণতন্ত্রে আলোচনা থাকবে সমালোচনা থাকবে, গণতন্ত্রে ভিন্নমত থাকবে। একে অপরকে আমরা কঠোর সমালোচনাও করব। এটা গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা যেমন গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, একইভাবে রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সামাজিক গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে।’

এর আগে বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর শহীদদের জন্যে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জুলাই-আগস্টে ও গত ১৬ বছরে নিহত ও গুম হওয়াদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীতের পর জুলাই আন্দোলনের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর গুম হওয়া পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।