বাজিতপুরে বিএনপির অবৈধ সম্মেলন বাতিল দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৯:৫২

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুরে বিএনপির অবৈধ সম্মেলন বাতিল দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা: ছবি যায়যায়দিন

বাজিতপুর উপজেলা বিএনপির ‘অবৈধ কমিটি’ কর্তৃক ঘোষিত ৫ জুলাইয়ের সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় বাজিতপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে বাঁশমহল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহেসান কুফিয়া বলেন, ‘৫ জুলাই যে অবৈধ সম্মেলন আয়োজন করা হচ্ছে, তা যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।’ 
তিনি অভিযোগ করেন, ‘যারা গত ১৭ বছর আওয়ামী শাসকদের সঙ্গে আতাত করে সুবিধা নিয়েছে, তাদের কোনো ভাবেই দলের মধ্যে স্থান দেওয়া যাবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজল ভূইয়া, প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জুর তনয় মোস্তাফিজুর রহমান মামুন, জেলা বিএনপি সদস্য মীর জলিল, 
জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন ও বর্তমান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক।