সিঙ্গাইরে নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক রনি
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৬:১৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহমেদ রনিকে প্রধান সমন্বয়ক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলম।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে শাহনূর আহমেদ, সাদ্দাম হোসেন, বাহাদুর খান, মো. সিদ্দিক সিকদার, নারগিস আক্তার, জিয়ানুর রহমান ও ইমাম মেহেদী হাসানকে।
সদস্যরা হলেন- শহিদুল ইসলাম, ইমরান হোসেন, মো. রিপন, শাহিন খান, মো. আজাদ, যোবায়ের আল মাহমুদ, সাইদুল ইসলাম, মো. তাহের আলী, আফতার মেম্বার, মো. সামছেম, মো. রফিক আমিন, রায়হান মোল্লা ও সাহিন।
আগামী তিন মাস অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবেন।