বাংলাদেশে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়- এ্যানি চৌধুরী

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৮:৩৯

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিএনপির এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এ্যানি চৌধুরী: ছবি যায়যায়দিন

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধরী এ্যানি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। দু-একজন ব্যক্তি ও কিছু রাজনীতিক দল জাতীয় ঐক্য নষ্ট করার জন্য এই দাবি তুলছেন। 
ইউরোপের কিছু দেশে পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তা গ্রহণযোগ্য নয়। 

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন কার্যক্রম পরিদর্শন শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর সরাকরী প্রাথমিক কেন্দ্রে ৪৬০ জন কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।


এ সময় এ্যানি বলেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন- ‘পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহুর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতি যাই নিজেদের মধ্যে একটি বড়ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে। 
ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। আওয়াম লীগের যে ফ্যাসিস্ট, যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, 
সামাজিক ব্যবস্থা, যে কাজগুলো আমরা করতে পারি নাই, প্রশাসনকে যারা জিম্মি করেছিল, ধ্বংস করে দিয়েছিল, তাদেরকে কোনভাবেই সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারটা আগে হোক। এজন্য আমাদের এখন থেকে একটি সুদৃঢ় ঐক্য গড়তে হবে। ’ 

তিনি আরও বলেন, ঐক্যের ভিত্তিতে দেশটাকে গড়তে চাই, নতুন করে নির্মাণ করতে চাই। নির্মাণ করতে হলে একেক রাজনৈতিক দলের একেকটা বক্তব্য থাকতে পারে, মতবেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, দেশ গড়ার স্বার্থে আমাদেরকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের দিকে এগিয়ে যেতে হবে। 

থানা বিএনপির আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম- মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ও বাফুফের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধরী হ্যাপী, 
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনেির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্ছু, যুগ্ম-আহবায়ক ইউছুপ ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, 
জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি  মহসিন কবির স্বপন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর আলম মাহবুব সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান সোহেল, চন্দ্রগঞ্জ থানা ছারদলের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ।