পাংশায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ উদ্বোধন

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৪:৩১

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়: ছবি যায়যায়দিন     

রাজবাড়ির পাংশায় উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের কোন দোসর মাদকসেবী সন্ত্রাসী প্রকৃতির কেউ যেন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে অন্তর্ভুক্ত না হয়, বিএনপির এই কার্যক্রমকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির নেতা বিশিষ্ঠ শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তৃতা করেন পাংশা কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান,
জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড.এস এম মোক্তার কবির খান নান্নু, সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, 
কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আইনুল হাবিব, পাংশা  পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত  আলী সরদার, পাংশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্নাহ,
পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম সরদার, বিএনপি নেতা জহিরুল আলম মুরাদ,আরিফুল ইসলাম মিয়া টিপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম।

এ সময় পাংশা উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দসহ উপজেলা যুবদল,সেচ্ছা সেবকদল,ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাদের নিকট সদস্য ফরম তুলে দেন অতিথিরা।