‘মব ভায়োলেন্স পরিকল্পিত, উদ্দেশ্য নির্বাচন পেছানো’

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১২:২৯

যাযাদি ডেস্ক
বাংলাদেশ জাসদ

দেশের সাম্প্রতিক মব সহিংসতার ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত নয়, বরং এগুলো পরিকল্পিতভাবে সংঘটিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ। দলটির দাবি, এসব সহিংসতা আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

শনিবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, “সাম্প্রতিক সময়ে ফরিদপুরে হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের বাড়িতে হামলা, চট্টগ্রামের পটিয়া ও লালমনিরহাটের পাটগ্রাম থানায় নৈরাজ্য, কুমিল্লার মুরাদনগরে মা-ছেলেসহ তিনজনকে হত্যা এবং মাগুরা ও ঢাকার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব সহিংসতার ঘটনাগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন বা জনরোষের ফল নয়। বরং এগুলো পরিকল্পিতভাবে সংঘটিত করা হয়েছে, যাতে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার পথ তৈরি করা যায়।”

বিবৃতিতে আরও বলা হয়, “এসব ঘটনায় বিচারবহির্ভূতভাবে মানুষকে হামলার শিকার করা হচ্ছে, সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যারা নির্বাচন পেছাতে চায় এবং দুর্নীতি, হত্যা ও খুনের বিচার বাধাগ্রস্ত করতে চায়, তারাই এসব সহিংস ঘটনার পেছনে রয়েছে।”

বাংলাদেশ জাসদ সরকারের কাছে দাবি জানিয়েছে, মব সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে এবং জনগণের জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

দলটি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় পা না দিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া উচিত এবং কোনো ষড়যন্ত্রের কারণে তা বিলম্বিত হতে দেওয়া যাবে না।”