সাভারে বিএনপি নেতা অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে আটক
প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১৭:১৬ | আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১৮:০৪

ঢাকার আদাবর থানা এলাকা থেকে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।
দুপুরে অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া নিশ্চিত করেছেন।
আটক মোমিনুল ইসলাম মোমিন সাভারের কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ারার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আদাবর থানা এলাকায় মোমিনুল ইসলাম তার এক বন্ধুর প্রাইভেটকারে অবস্থান করছিলেন। এ সময় সন্দেহজনক আচরণের ভিত্তিতে যৌথবাহিনী গাড়িটি তল্লাশি করে। তার হেফাজত থেকে ২০ রাউন্ড গুলি, দুটি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে রাতেই আদাবর থানায় হস্তান্তর করা হয়।
ওসি এস এম জাকারিয়া বলেন, “মোমিনুল ইসলাম মোমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।