লক্ষ্মীপুরে বাস-সিএনজির সংঘর্ষে নারী নিহত
প্রকাশ | ২৮ মে ২০২৩, ১৪:৩৮
লক্ষীপুরে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে সুমি নামে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরও ৩ জন।
রোববার সকালে সকাল ১০টার দিকে সদরের ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপর সদর হাসপাতালে নিয়ে আসার পর সুমি নামে ওই নারীকে মৃত ঘোষণা চিকিৎসক। আহত বাকীদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সুমি রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকায় ইলেক্ট্রিক মেকানিক রুবেলের স্ত্রী।
পুলিশ জানায় লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক রামগতি থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও তিন নারী সহ ৩ জন আহত হয়।
এদিকে সদরের টুমচর ইউনিয়নের শিমুলতলা এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে খোকন নামে এক আরোহী আহত হয়। তাকে সদর হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
যাযাদি/ এসএম