চাঁপাইনবাবঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ববি মওলানার ছেলে মো. রবিউল ইসলাম (২৭) এবং আহত ব্যক্তি একই গ্রামের বাবর আলীর ছেলে মো. সেলিম (১৯)।

সদর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে অটোরিকশায় যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল রবিউল। পথে শিবতলা মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক
যার নং বগুড়া-ট ১১-০৫১৫ পিছন থেকে ধাক্কা দিলে অটোগাড়ির চালক রবিউল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।


অন্যদিকে অটোরিকশার যাত্রী সেলিম আহত হয়। আহত সেলিম বর্তমানে ২৫০ শয্যাবিশষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মোঃ গাফফার আলী পিতাঃ মৃত আজিম উদ্দিন মাতাঃ মৃত ফজলি বেগম গ্রামঃ হলদেগাছী থানাঃ চারঘাট জেলাঃ রাজশাহী বর্তমানে পুলিশ হেফাজতে আছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে বলে সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হেসেন জানান।

যাযাদি/ এস