বোদায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত 

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৪

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় সফিউল ইসলাম ওরফে পোহাতু (৫৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বোদা-পঞ্চগড় মহাসড়কের বোদা বাসষ্ট্যান্ডের মুনস্টার হোটেল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত সফিউলল ইসলাম পোহাতুর বাড়ি বোদা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাতখামার মন্ডল পাড়া গ্রামে। সে এই গ্রামের মৃত-বুধারু এর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , গত বৃহস্পতিবার বিকেলে সফিকুল ইসলাম (পোহাতু) ভ্যান নিয়ে বাড়ি যাওয়ার  সময় বোদা বাসষ্ট্যান্ড পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। 

যাযাদি/ এসএম