ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় আহত স্কুল ছাত্র সিয়াম মারা গেছে
প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৩, ১২:৫৫

ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে গুরুতর আহত স্কুল ছাত্র সিয়াম (১৬) মারা গেছে।
গতকাল সোমবার রাত ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
নিহত সিয়াম উপজেলার সলিমপুর ইউনিয়নের নওদাপাড়া এলাকার মোঃ শিহাব সরদারের ছেলে এবং ঈশ্বরদী সরকারী টেক্সাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ১০ শ্রেনীর ছাত্র ছিল।
উল্লেখ্য, গতকাল (৬ই নভেম্বর) সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঈশ্বরদী সরকারী টেক্সাইল ভোকেশনাল ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখানে মিতুল হোসেন (১৫) মৃত্যু হয়। মূমূর্ষ অবস্থায় অপর দু জন সিয়াম ও বিশালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই (আাইসিইউতে) ভর্তিরত অবস্থায় রাত ১২ টায় তার মৃত্যু হয়।
যাযাদি/ এস