বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ১০:৫২

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আশরাফুল মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়,নোয়াপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক রেখে বালু লোডিং করা হচ্ছিল পাশ দিয়ে মোটরসাইকেলটি ঝানজাইলের দিকে যাচ্ছিল। এ-সময় বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান,ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
যাযাদি/ এস