এনায়েতপুরে ট্রাক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১১

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রতীকি ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাক চাপায় শামীম হোসেন (৩৫) নামে এক মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।  

নিহতের শ্বশুর, বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম জানান, ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিলেন শামীম হোসেন।

কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ব্লক বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শামীম মারা যান। তিনি আরও জানান, শামীম সামুদ্রিক জাহাজে প্রকৌশলীর চাকরি করতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রওশন ইয়াজদানী জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন

যাযাদি/ এমএস