ঠাকুরগাওয়ে স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই স্বমীর মৃত্যু

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নিজ স্ত্রী আমিনাকে হারানোর ২৪ ঘন্টা না পেরুতেই নিজে পরপারে পাড়ি জমালেন ঠাকুরগাঁওয়ের রংমিস্ত্রি আকতার হোসেন। 

পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন স্বামী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনিও মারা যান। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  আহত আক্তার হোসেন সস্ত্রীক নীলফামারি ডিমলার আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে সেখান থেকে নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন। তারা দেবীগঞ্জ পুরাতন বাসস্টান্ড এলাকায় পৌঁছালে দ্রুতবেগে আসা পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে তাদের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।  ঘটনাস্থলেই আমিনার মৃত্যু হলেও গুরুতর আহত হন আকতার। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুরে রেফার্ড করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি শনিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আমিনা খাতুনের (৪০) বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার মুসলিম নগর এলাকায়। তার স্বামী মো. আকতার হোসেনও (৪৫) একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রংমিস্ত্রি।

রোববার বিকেলে এ ঘটনা নিশ্চিত করে দেবীগঞ্জ দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে  । তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।


যাযাদি/ এমএস