চন্দনাইশে কাভার্ড ভ্যান-ট্রলি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ১৬:২০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতীকি ছবি

চট্টগ্রামের চন্দনাইশে কাভার্ড ভ্যানের সাথে ট্রলির সংঘর্ষে  রাসেল (৩০) নামে এক ট্রলি চালক  নিহত হয়েছে।  শুক্রবার ( ২৮  ফ্রেরুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে পৌরসভাস্থ কলঘর বরুমতি ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত রাসেল উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের পুত্র। এ ঘটনায় মহিউদ্দিন (২৭) ও ইয়াসিন (২৫) নামে আরো দুজন গুরুতর আহত হয়।  স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরে কর্তব‍্যরত চিকিৎসক  তাদেরকে উন্নত চিকিৎসার জন‍্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

 এ ব‍্যাপারে চনদনাইশ থানার ওসি মোঃ নুরুজ্জামান  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


যাযাদি/ এমএস