বরিশালে মেয়ের বাড়ি যাওয়া পথে দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ১৭:১৭ | আপডেট: ০২ মার্চ ২০২৫, ১৭:১৯

বরিশালে উজিরপুরে ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে দুর্ঘটনাকবলীত হয়ে সুনীতি মিস্ত্রী নামে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি মাদার্শীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনীতি মিস্ত্রী উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার হাউরের পাড় এলাকার বাসিন্দা নগেন মিস্ত্রীর স্ত্রী।
স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার চতলবাড়ী মোড় অতিক্রম করে যাওয়ার সময় ইজিবাইকের চাকায় সুনীতি মিস্ত্রীর শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যাযাদি/ এমএস