সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ইটভাটার শ্রমিক নিহত
প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ১৮:৪৩

নীলফামারীর সৈয়দপুরে সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা নামক স্থানে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আব্দুল জলিল (৪৫) নামে একজন ইটভাটার শ্রমিক নিহত ও জিকো (৩২) নামে আরেক ইটভাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত জিকোকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী জাানান, মহাসড়কের পাশের ইটভাটায় কাজ শেষে ওই দুই ইটভাটা শ্রমিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক বাড়ি ফিরতে সড়ক পার হওয়ার সময় গিয়ে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল জলিল। এসময় স্থানীয়রা গুরুতর আহত জিকো হোসেনকে উদ্ধার করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকটি দ্রæত বেগে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। অপরদিকে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/ এমএস