‘সুখে থাকিস রাজকুমারী’ স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ
প্রকাশ | ১৪ মার্চ ২০২৫, ১০:২০ | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ১৭:৩৯

গাজীপুরের শ্রীপুর রেল লাইন থেকে খন্ডিত অবস্থায় খাইরুল বাসার সুজন নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার হয়। এর, আগে সন্ধ্যা ৬টার দিকে সেখানে মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
নিহত খাইরুল বাসার সুজন (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরশা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
রেলওয়ে সূত্র বলছে, ঢাকা অভিমুখী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। লাশ উদ্ধার করে নিয়ে গেছে রেল পুলিশ।
স্বজনরা জানান, তিনি মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে একটিতে লেখা ছিল, ‘ শ্রীপুর রেলস্টেশন! আজ রেলে কাটা লাশ হয়ে যাব ‘ । অপর একটি স্ট্যাটাসে লেখা, ‘ “ সুখে থাকিস রাজকুমারী। আর কয়েক ঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু তুই আমাকে বাঁচতে দিলি না। ‘
নিহতের স্ত্রীর বরাতে সূত্রগুলো আরো জানায়, বাড়ি থেকে সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন খাইরুল। কিন্তু ইফতারের সময় হয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্ত্রীর সন্দেহ হয়। তিনি স্বামীকে ফোন দেন। তার অবস্থান জানতে চান। এ সময় স্বামী জানান তিনি শ্রীপুর রেলস্টেশনে আছেন। এর কিছুক্ষণ পর স্বামী নিজেই ফোন করে স্ত্রীকে বলেন ‘ বিদায় ‘ । এ পর কিছুক্ষণ স্ত্রী শুধু ট্রেনের শব্দ পান। কল কেটে বার ফোন দিলেও পরে আর স্বামী ফোন রিসিভ করেননি । তারা ধরণা করছেন স্ত্রীকে ফোন কলে রেখে খাইরুল ট্রেনের নিচে ঝপিয়ে পড়েছেন। তবে কেন এমনটা করতে পারেন তা তারা জানেন না।
শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন,‘সন্ধ্যার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার দিকে শ্রীপুর রেলস্টেশন অতিক্রম করার পর স্টেশনের দক্ষিণ পাশে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। আমরা রেল পুলিশকে খবর দিয়েছি। তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।’
যাযাদি/ এমএস