মধুখালীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৫, ২০:৩২

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রতীকি ছবি

ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় এক পথচারী মারা গেছেন। সোমবার (৭ এপ্রিল) ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণকান্দা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দর্শনা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহন ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় এক পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ফরিদপুরের সিআইডি টিম কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

যাযাদি/ এমএস