আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৫, ২০:২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন। তার নাম আবু তালেব (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন মো. সিফাত (২৮) নামে আরো এক যুবক।মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে সদরস্থ আনোয়ারা থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মৃত আলী বক্সুর প্রথম ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থানার সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী একটি ট্রাক সজোরে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।আনোয়ারাা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সকালে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এ সময় সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।’
যাযাদি/ এমএস