মিরপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ মহিলা নিহত
প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

কুষ্টিয়া-ইশ্বরদী আঞ্চলিক মহাসড়কস্থ মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৫৮) নামের এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় তাঁর স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত রেহেনা খাতুন উপজেলায় বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের মন্টু সরদারের স্ত্রী।
এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ ট্রাকটি জব্দ করে ড্রাইভার ও হেল্পারকে আটক করেছে।
জানা গেছে, সকালে স্বামী মন্টু সরদার তার স্ত্রী রেহানা খাতুনকে সাথে নিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নওদাখাদিমপুর এলাকায় বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রেহানার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মন্টু সরদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন যায়যায়দিনকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির ট্রাক মহিলাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করে আমাদেরকে খবর দেয়। আমি ট্রেনিংয়ে থাকায় এস.আই মাহবুবুর রহমানকে পাঠিয়েছিলাম।
ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ড্রাইভার-হেল্পারকে হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা মামলা করা হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর মামলা না করা হে পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং আসানীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করবে।
যাযাদি/ এমএস