সড়ক পথে দুর্ঘটনা
কসবায় ট্রাক এবং মোটরসাইকেল সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত
প্রকাশ | ০৪ মে ২০২৫, ১৪:০২ | আপডেট: ০৪ মে ২০২৫, ১৪:০৭

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় আজ রবিবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজিবুল ইসলাম (২৩) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সজিবুর চট্টগ্রামের সন্দ্বীপ উজেলায় কর্মরত ছিলেন। নিহত সজিবুলের পাঁচ দিন বয়সী সন্তান রয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানান, সকালে কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক সজিবুল নামে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।