মিঠাপুকুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৬:২১

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রংপুরের মিঠাপুকুরে মাছবাহী পিকআপ- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ১ তরুণ নিহত, এবং দু'জন গুরত্বর আহত হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে ঢাকা রংপুর মহাসড়কের শঠিবাড়ী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে। নিহত শিহাব(১৮) উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার পুত্র। তাঁরা সকলে ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুরগামী মাছ বোঝাই একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে শিহাব নামে ওই তরুণ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুত্বর আহত দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান, অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বড়-দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান,যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক আছে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।