গঙ্গাচড়ায় ব্যাটারী চালিত অটোর ধাক্কায় নিহত ১
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৬:৫৭

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারী চালিত অটোর ধাক্কায় মনিজা খাতুন (৭০) নামের ১ বৃদ্ধা নিহত হয়। নিহত মনিজা খাতুন উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরী পাড়া গ্রামের মৃত আবু তালেবের স্ত্রী।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২.৩০ টায় কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা অটোটি আটক করলেও চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিজা খাতুন এর বড় ছেলের শশুর বাড়ি ভাই ভাই মোড়ে। সেখানে যাওয়ার জন্য তিনি মনিরাম বটতলা থেকে ব্যাটারী চালিত অটো যোগে এসে ভাই ভাই মোড়ে নামেন। রাস্তা পার হওয়ার সময় গঙ্গাচড়া থেকে আসা অন্য একটি ব্যাটারী চালিত অটোর ধাক্কায় তিনি পরে গিয়ে অটোর নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসার জন্য ভ্যানে তুলেই দেখেন তিনি মৃত্যু বরণ করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আল এমরান বলেন, দূর্ঘটনার কথা শোনার পরে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছিলাম। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।