বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর!

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:১৫

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় রাফি মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাফি মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া গ্রামের আবু হুরাইরার ছেলে। 

রোববার (২৫ মে) বিকাল ৩টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়নের আবু হুরাইরা ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে শিশু রাফি তিন মাস বয়স থেকে ধানুয়া কামালপুরের তালতলা এলাকায় নানা রবিউল ইসলামের বাড়িতে থাকে। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকা থাকায় নানা ও নানীর কাছে থাকত শিশু রাফি। কিন্তু ৫ বছর বয়সেই জীবনের ইতি টানতে হলো অভাগা রাফিকে। 

রোববার বিকাল ৩টার দিকে নানার বাড়ি থেকে স্থানীয় মির্ধা পাড়া মোড়ে যেতে বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়ক পার হচ্ছিল ছোট্ট রাফি। এ সময় একটি অটোরিকশা রাফিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক গুরুতর আহত রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর অটোরিকশা ফেলেই পালিয়ে যান ওই চালক।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, অটোরিকশার ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।