চন্দনাইশে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:৪৮

চট্টগ্রাম চন্দনাইশে ঈগল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে চন্দনাইশ উপজেলাধীন হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বাইন্না পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেল মো.ইকবাল হোসেন (৩৩) নামে গুরতরে আহত হয়। স্থানীয় যুবদল নেতা সুমন চৌধুরী জানান, মহাসড়কের কলঘর ও বাইন্নাপুকুর পাড় এলাকার মধ্যবর্তী স্হানে চট্টগ্রামমুখী ঈগল বাস ও দোহাজারীমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী ছিটকে পড়ে গেলে ঈগল বাসটি পালিয়ে যাওয়ার সময় আমরা ধাওয়া করি।
এক পর্যায়ে গাছবাড়ীয়া কলেজ গেইটে জ্যামে আটকা পড়লে ড্রাইভার দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা অন্য ড্রাইভার দিয়ে গাড়ীটি সরিয়ে সড়ক যানজট মুক্ত করে। এদিকে আহত অবস্থায় আরোহীদ্বয়কে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবাল হোসেন টাঙ্গাইল জেলার সখিপুর এলাকার সবুজ সিকদারের ছেলে বলে জানা যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ীটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।