চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১০:০৭ | আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১০:২২

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
ছবি: প্রতীকী

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে তারা মোটরসাইকেলে চেপে বাড়ী ফিরছিলেন। নিহতরা হলেন আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে ডামস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রিয়াদ হাসান (১২) ও একই উপজেলার ফরিদপুর গ্রামের পলাশ হোসেন (৪০)। 

পুলিশ ও পারিবারিক সূত্রে  জানা যায়, বিদ্যালয়ের ছাত্র রিয়াদ হাসান বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিল। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে রাতে মোটরসাইকেলে চেপে বাড়ী ফেরার পথে নওদাপাড়ায় একটি ট্রাক তাদের পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের আল-মদিনা ক্লিনিকে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ৯টার দিকে মারা যায়। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মাসুদুর রহমান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।