রাজধানীর সড়কে দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১২:৪৭

যাযাদি রিপোর্ট
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার (৬ জুলাই) ভোর ৫টার দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানটি তাদের চাপা দেয়। নিহতরা হলেন- আশরাফ আলী (৪৫) ও নেহার বেগম (৪০)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন জানান, ভোর পৌনে ৫টার দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিছন্নতাকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।