মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, বাস চালক আটক
প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১৭:৩৬

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অপর তিন ভ্যান যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুরে সরকারি কলেজের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন হলেন- ভ্যান যাত্রী গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজন মিয়ার ছেলে রতন রায় (২৭) এবং অপরজন মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের খালেক শেখের ছেলে নাজমুল শেখ (৪০)। আহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের সোওয়াব আকতার ও পূর্ব ঝালঝাড়া গ্রামের ইব্রাহিম গাজী এবং গাইবান্ধা জেলার বাবুল আকতার।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী যাত্রীবাহী বাস মণিরামপুর কলেজ গেটের সামনে যাত্রীসহ একটি ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর সামনে থেকে অপর এক পথচারী বাসটিকে থামানোর চেষ্টা করলে তাকেও চাপা দেয়। এ সময় তিনিও ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন তিন ভ্যান যাত্রী।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খাঁন নিহতর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঢাকা মেট্রো জ-১১-১৩১৪ নম্বরের ঘাতক বাসটি জব্দ এবং চালক আব্দুল গণিকে আটক করা হয়েছে। নিহতদের তাদের স্বজনদের জিম্মাদারে ছেড়ে দেওয়া হয়েছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার তৌহিদুর রহমান জানান, স্থানীয়দের খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌছিয়ে দেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হুমায়ুন রশিদ জানান, আহত তিনজনের মধ্যে বাবুল আকতারকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।