শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ভার্চুয়াল অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান

‘পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে কাজ করা হচ্ছে’

যাযাদি ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২১, ১৬:২৮

পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১০ গুণ ক্ষমতা দেয়া হচ্ছে। একই সঙ্গে আইসিবিকে শক্তিশালী করার জন্য ৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। গতকাল ‘ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস’ (আইডিইএ) আয়োজিত ‘বাংলাদেশের শেয়ারবাজারকে কীভাবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের উৎস হিসেবে গড়ে তোলা যায়’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম এসব কথা বলেন।

সাবেক সচিবদের গড়া প্লাটফর্ম আইডিইএর প্রথম এ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, আইসিবিকে শক্তিশালী করার জন্য আমরা ৫ হাজার কোটি টাকা চেয়েছি। বাংলাদেশ ব্যাংকের কাছে বা ব্যাংক খাতের যদি বাড়তি টাকা থাকে, তাহলে এর সঠিক ব্যবহার করা যাবে। এখন কেউ কারসাজি করলেই আমরা ধরে ফেলব। সেই সঙ্গে শেয়ারবাজারে কারসাজি থামানোর কাজ হচ্ছে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে