মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কমেছে লেনদেন, দুই কার্যদিবসে সূচকে পতন

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২১, ১৬:১৮

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১ দশমিক শূন্য ১ শতাংশ। সূচকের পাশাপাশি দেশের উভয় শেয়ারবাজারে টাকার অংকে লেনদেনও কমেছে। টানা দুদিন সূচকে পতন দেখল দেশের পুঁজিবাজার।

৫ হাজার ৮৫০ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। শেষ পর্যন্ত তা ৫ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছিল। অর্থাৎ গতকাল সূচকটি কমেছে ৪৮ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে দিনশেষে ১ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৯৯ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৪ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ২ হাজার ২০৯ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত ছিল ৪৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে টেলিযোগাযোগ খাত। ১৮ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে বিবিধ খাত। এছাড়া ১৩ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে