পুঁজিবাজারে লেনদেনে আজ সূচকের বড় উত্থান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২১, ১৩:৫৫

যাযাদি ডেস্ক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে।

 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল  ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৩ ও ২২০২ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

 

এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কম্পানির শেয়ারের দর।

 

সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো  বেক্সিমকো লিমিটেড, রবি, লংকাবাংলা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, এনার্জিপ্যাক, সামিট পাওয়ার ও আইএফআইসি ব্যাংক।

 

লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৪৫ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০ টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করে।

 

এদিকে, লেনদেন শুরুর এক ঘন্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৩১ পয়েন্ট কমে ১৬ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

 

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৬৯টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৯টি কম্পানির দর। আর ২৪টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

 

যাযাদি/ এমএস