পুঁজিবাজারে বিনিয়োগকারীরা রিটার্ন পেলেন ১ শতাংশ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৭

যাযাদি ডেস্ক

দেশের পুঁজিবাজারে গেল সপ্তাহের অধিকাংশ সময় ছিল পতনমুখী। এ সময় বিনিয়োগকারীরা অধিকাংশ খাতের কোম্পানি থেকে রিটার্ন পাননি। তবে দুটি খাতের কোম্পানিতে বিনিয়োগ করে তারা সর্বোচ্চ ১ শতাংশ রিটার্ন পেয়েছেন।

 

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

 

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গেল সপ্তাহে বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছে বিবিধ খাতের কোম্পানিতে বিনিয়োগ করে। যার হার ছিল ১ শতাংশ। এখাতের বাজার মূলধন ১৬ হাজার ৮৯৯ কোটি টাকা। এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা শূন্য দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে। এ খাতের বাজার মূলধন ৩৯ হাজার ৬৪৫ কোটি টাকা।

 

পুঁজিবাজারে ২০টি খাতের কোম্পানির মধ্যে গেল সপ্তাহে বিনিয়োগকারীরা দুটি থেকে রিটার্ন পেলেও বাকি খাতগুলোর পারফরমেন্স ছিল দুর্বল।

 

যেসব খাত থেকে রিটার্ন পায়নি বিনিয়োগকারীরা সেগুলো হচ্ছে- ভ্রমণ, চামড়া, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল, বস্ত্র, টেলিকমিউনিকেশন, সিরামিক, আইটি, জ্বালানি, কাগজ ও প্রকাশনা, ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ফান্ড, সিমেন্ট, সেবা-আবাসন, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও পাট খাত।

 

যাযাদি/ এস