বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রায় সব শেয়ারের দাম বৃদ্ধি

যাযাদি ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩১

সপ্তাহের তৃতীয় কার্যদিবস পুঁজিবাজারের আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রায় সব শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এছাড়াও বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বার্জার পেইন্ট, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মা শেয়ারের দাম বেড়েছে।

ফলে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন। প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক প্রথম এক ঘণ্টায় বেড়েছে ১৮ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও গতি ফিরছে।

আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে একটির। আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অপরদিকে ব্যাংক-বিমা খাতের শেয়ারেও মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫৩ কোটি টাকা। এ সময়ে ডিএসইতে ৩১৮টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

এ সময়ে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৩ পয়েন্ট, ডিএস-৩০ এর সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৬ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯১ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।

যাযাদি / এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে