বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার কমেছে লেনদেন ও শেয়ারের দাম

যাযাদি ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৭

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারের লেনদেন শেষ হলো।

বুধবারের মতই বীমা খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লেনদেন শুরু হয়। এ ধারা অব্যাহত ছিল দুপুর ১২টা পর্যন্ত। এরপর অন্যান্য খাতের মতই বীমা খাতের শেয়ারও বিক্রির হিড়িক পড়ে। তাতে দিনের লেনদেন শেষ হয় নেতিবাচক প্রবণতায়।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২০ পয়েন্ট। এনিয়ে টানা তিনদিন দরপতন হলো। এতে বিনিয়োগকারীদের মূলধন কমল ৯ হাজার ১৭৭ কোটি টাকা।

বাজার বিশ্লেষকরা বলছেন, এ দরপতনের বিশেষ কোনো কারণ নেই। গত দুদিন দাম কমেছে, এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছিল। তাই তারা আজও শেয়ার বিক্রি করেছে, দরপতনও হয়েছে।

ডিএসইর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বাজারে মোট ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৮২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, বিকন ফার্মা, জিবিবি পাওয়ার এবং গ্রামীণফোন লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিস ইস্টার্ন ইন্স্যুরেন্স, আমান ফিড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক, লিব্রা ইনফিউশন, বিডি ল্যাম্প এবং মোজাফার হোসেন স্পিনিং লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ১২০ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। বাজারে লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। আগেরদিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে