শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

যাযাদি ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২০

আবারও শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে পুঁজিবাজারে বড় পতন হয়েছে।

গত সপ্তাহের শেষ তিনদিনের ধসে ব্যাংক, বীমা, ওষুধ ও রসায়ন খাতের প্রায় সব শেয়ারের দাম কমেছে। আগের তিনদিনের মতো ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও (২২ ফেব্রুয়ারি) এই চিত্র দেখা গেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৫৭ পয়েন্ট। দিনভর সূচক পতনের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দাম। এনিয়ে টানা চারদিন দরপতন হলো।

ডিএসইর তথ্যানুযায়ী, সোমবার বাজারে মোট ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৯০ দশমিক ৭৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ২০ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন লিমিটেড এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলহাজ টেক্সটাইল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার, গোল্ডেন সন, রহিমা ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, এমআই সিমেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ২৫৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

বাজারে লেনদেন হয়েছে মোট ৪১ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার। তার আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে