শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে ইতিবাচক ধারায় পুঁজিবাজার

যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৬

অবশেষে টানা পাঁচ কার্যদিবস পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ক্রেতা সংকটে থাকা পুঁজিবাজারে বুধবার (২৪ফেব্রুয়ারি) বিক্রেতা সংকট দেখা দিয়েছে।

এদিন লেনদেনের প্রথম তিন ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে ১৯৭ পয়েন্ট।

বুধবার ব্যাংক, বীমা এবং আর্থিক খাতসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ২৬টির, অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট এবং ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়েছে। তাতে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৯৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৪ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৩১টির, অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে