শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি

যাযাদি ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩

টানা দুই দিন সূচক বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তাতে বেড়েছে বাজারের লেনদেন।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের লেনদেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট।

বাজারের চিত্রে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়। তবে দুপুর ১২টার পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যা অব্যাহত ছিল দিনের লেনেদেনের শেষ পর্যন্ত।

দিন শেষে ব্যাংক খাতের ৩০টির প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টি শেয়ারের, কমেছে পাঁচটির, অপরিবর্তিত রয়েছে ৩টির। বীমা খাতের ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১টির, অপরিবর্তিত রয়েছে ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। এছাড়া মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ২টির, অপরিবর্তিত রয়েছে ৩টির।

ডিএসইর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বাজারে মোট ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৩০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস সূচক বেড়েছে ৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, অরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে শীর্ষ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৩৩ কোটি টাকার বেশি। অর্থাৎ ৬০ শতাংশের বেশি লেনদেন হয়েছে পাঁচ কোম্পানিতে।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আরামিট সিমেন্ট, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, অরিয়ন ফার্মা, ই-জেনারেশন, সামিট পাওয়ার ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার ৫ থেকে ১০ শতাংশ হারে বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

বাজারে লেনদেন হয়েছে মোট ২৫ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার। তার আগের দিন লেনদেন হয়েছিল ২৮ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে