ব্যাংক ও ওষুধ খাতের উত্থানও পতন ঠেকাতে পারলনা

প্রকাশ | ১৬ মার্চ ২০২১, ১৯:১৯

যাযাদি ডেস্ক

 

ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি গতকালের মতোই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও ব্যাংক খাতের শেয়ারের দাম বেড়েছে। এই দুই খাতের বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও পুঁজিবাজারে দরপতন ঠেকানো যায়নি।

 

সোমবার বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংক খাতের কোম্পানিগুলো ৩০ শতাংশের পরিবর্তে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে। পাশাপাশি আর্থিক খাতের কোম্পানিগুলোও ১৫ শতাংশ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ার লভ্যাংশ দিতে পারে। এ দুই সুখবরের পরও মঙ্গলবার সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। এ দিন সকাল থেকেই শেয়ার বিক্রির চাপ শুরু হয়। যা অব্যাহত ছিলে দিনের লেনদেনের শেষ পর্যন্ত।

 

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৭ পয়েন্ট। এর ফলে সোমবার সূচক সামান্য বাড়ার পর আজ মঙ্গলবার আবারও দরপতন হলো।

 

এ দিন ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে পাঁচটির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টির কমেছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ারের দাম।

 

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৬ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস এক দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬১ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১১ পয়েন্টে।

 

এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৮ কোটি আট লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি চার লাখ টাকা অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

 

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, হাওয়াওয়েল, সিলকো ফার্মা, এসিআই ফরমুলেশন, রহিমাফুড, মতিন স্পিনিং, আনোয়ারা গ্যালভানাইজিং, হাক্কানী পাল, ফাইনফুড এবং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।

 

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিজিবি পাওয়ার, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস সামিট পাওয়ার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, লুব-রেফ বিড এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির। এতে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৭ লাখ টাকা।

 

যাযাদি/এসআই