বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​পুঁজিবাজারে বড় দরপতন

যাযাদি ডেস্ক
  ২৪ মার্চ ২০২১, ১৮:৩৯

ব্যাংক-বিমা এবং আর্থিক খাতের শেয়ারের দাম কমায় ফের পতনের কবলে পড়েছে পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮৩ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৪৭ পয়েন্ট। এ দিন দিনভর সূচক পতনের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার বিমা খাতের ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে দুটির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটির শেয়ারের দাম।

অপরদিকে, ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে পাঁচটির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটির।

এছাড়া আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে তিনটির কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর তথ্যমতে, বুধবার এ এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স সূচক আগের দিনের তুলনায় ৮৩ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৩০ পয়েন্টে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৬ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২১ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ছয় লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এ বাজারে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, আজিজ পাইপস, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিআইএফসি, আইসিবিএজিআরএএন, দেশ গার্মেন্টস, আইসিবিএসওএনএএলআই ১, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং পূবালী জেনারেল ইনস্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এনআরিবিসি ব্যাংক, জিবিবি পাওয়ার, সামিট পাওয়ার, রহিমা ফুড, প্রিমিয়ার ব্যাংক এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। এ বাজারে মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৩ লাখ ২৭ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে