শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্লোর প্রাইস প্রত্যাহার হলো ৬৬ কোম্পানির

যাযাদি ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২১, ১৭:০৩

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, আর এন স্পিনিং মিলস লিমিটেড ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডসহ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (০৭ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামীকাল (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও শেয়ারবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করা হলো। যা গতবছরের ১৯ মার্চ করোনা মহামারির কবলে পতনরোধে দেওয়া হয়েছিল।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে