শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাড়ে ৫শ কোটি টাকার পুঁজি ফিরল বাজারে

যাযাদি ডেস্ক
  ১০ এপ্রিল ২০২১, ১৬:৩৯

তিনদিন উত্থান আর দুদিন পতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ২৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৪৪ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৭টির।

বিদায়ী সপ্তাহে তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪ পয়েন্ট।

সূচক বাড়ায় গত সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন ৫৫৯ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৭৬৫ টাকা বেড়ে ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকায় দাঁড়িয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ২৫ পয়েন্ট কমে ১৫ হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯২টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, নদার্ন ইসলামী ইন্স্যুরেন্স, রুপালী ইন্স্যুরেন্স, আরকে সিরামিক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, এশিয়া প্যাসিফিক জেনারেল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্রভাতী ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইনেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে